সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০

Cpa marketing করে হাজার হাজার টাকা আয় করুন | Cpa Marketing Course (A to Z) PArt 2

 Cpa Marketing Course- 

আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা । কেমন আছেন সবাই ? আশা করি ভালোই  আছেন । তো ধারাবাহিক পর্বের ২য় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ।
cpa marketing bangla tutorial,cpa marketing,cpa marketing bangla,cpa marketing bangla tutorial 2019,cpa marketing tutorial,cpa marketing bangla tutorial part-1,cpa marketing training,cpa marketing for beginners,cpa marketing tutorial bangla,cpa,cpa marketing guide,affiliate marketing,cpa marketing networks,bangla tutorial cpa marketing,cpa affiliate marketing,how to start cpa marketing,affiliate marketing bangla;




Technical Terms Of CPA Marketing : 

  • CPL- Cost Per Lead
  • PPL- Pay Per Lead 
  • CPS-Cost Per Sale 
  • PPS- Pay Per Sale
  • REV.Share- Revenue Share 
লিড হলো একটা টাস্ক । আমাদের প্রত্যেকটা কাজ হবে এক একটা লিড । যে যত বেশি লিড জেনারেট করতে পারবে সে তত বেশি ইনকাম করতে পারবে । এক একটা লিড বিভিন্ন কোস্টের হতে পারে ০.`৫$- ৪$ । 
CPL হলো কোন প্রোডাক্ট প্রমোশনের জন্য নির্ধারিত এমাউন্ট 
আর সে লিড কমপ্লিট করার পর যে অর্থ পাবে সেটা হলো PPL
এখানে পিপিএল এবং ছিপিএল দুইটা কাজ করা শুধু এডভারটাইজিং বা প্রমোশনের জন্য । 
আর CPS হলো ঐ প্রোডাক্টা বিক্রি করে দেওয়ার জন্য নির্ধারিত টাকা । ধরেন আপনার কোচিং সেন্টারের জন্য ছাত্র ভর্তি করিয়ে দিলে আপনি ১০% টাকা দিবেন ভর্তি ফি থেকে । যতজন ভর্তি হবে ততজনের জন্য টাকা পাবেন । এটা হলো CPS . । আর ভর্তি করিয়ে দিয়ে যে টাকা পেলেন সেটা হলো  PPS ।
REV.SHARE টাও ঠীক একই রকম pps এর মত । 

Sharing Media :

  • Scocial Media network
  • Website  
  • Blogspot
  • Comment
  • Advertisement 
Etc
আপনি উপরিউক্ত মাধ্যম গুলোর মাধ্যমে অফার প্রোমোট করতে পারবেন । 

Payment method :

  • Payoneer
  • Paypal
  • Wire transfer
etc
Payoneer  হলো একধরনের মাস্টার কার্ড । এটার মাধ্যমে আপনারা খুব সহজেই ইনকাম করা ডলারকে বাংলাদেশী ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন । আরোও মজার ব্যপার হলো এ কার্ড আপনারা খুব সহজে এবং বিনামূল্যে পেতে পারেন । এ কার্ড আপনারা কিভাবে পাবেন আমি পরে আরও বিস্তারিত আলোচনা করব । 
Paypal যেহেতু বাংলাদেশে উন্মুক্ত নয় তাই আমি এ ব্যপারে কিছু বলব না ।
আর ওয়্যার ট্রান্সফার হলো বিশ্বের যেকোন এক ব্যাংক হতে অন্য  ব্যাংকে টাকা ট্রান্সফারের একটা পদ্ধতি । আর এটা একটু সময় সাপেক্ষ ব্যপার তবে স্বল্প খরচ হয় এতে । 

তো আজ এ পর্যন্তই ।বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন অথবা ফেসবুকে মেসেজ করুন 

 দেখা হবে আগামি পর্বে । সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ ।