শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

বাংলাদেশের কিছু অসাধারণ স্থান চিত্র সহ

আসসালামু ওয়ালাইকুম।  কেমন আছেন সবাই । আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে বাংলাদেশের গ্রাম বাংলার কিছু বিবরনী সহ চিত্র তুলে ধরব।
  


প্রাকৃতিক লিলা বৈচিত্রের দেশ বাংলাদেশ।  এদেশের প্রতিটি স্থান যেন শিল্পীর হাতে আকাঁ  ছবির মত।   আজ আমি এরকমই কয়েকটি স্থির চিত্র তুলে ধরব আপনাদের মাঝে যেগুলো দেখে আপনাদের মন ভাল হয়ে যাবে পুলকিত হবে।

পাখির কলকাকলীতে ঘুম  ভাংঙে | আর সূর্য উদয়ের সেই চমৎকার দৃশ্যটি দেখতে আরো মনোরম লাগে | চিত্রটিতে সেরকমই একটা দৃশ্য দেখানো হলো |



তারপর শুরু হয় মানুষের বিচিত্র‍্য কর্মভার | গ্রামের মানুষ সকাল হলেই ধানের চারা ঊঠায় জমি থেকে ধান গাছ লাগানোর জন্য.  | নিচের চিত্র টি ধানের মৌশুমের একটা দৃশ্য |


বাংলাদেশের সিলেটে রয়েছে চা বাগান. | এখানে অনেক মানুষ কাজ করে তাদের জীবিকা অর্জন করে | চা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশ প্রতিবছর | চা বাগানের সেই আঁকা বাঁকা উচুনিচু পাহারের দৃশ্য দেখলে প্রাণ টা জুড়িয়ে যায় | 



বাংলাদেশে রয়েছে অসংখ্য নদ-নদী খাল-বিল | এখান থেকে জেলেরা মাছ ধরে আমাদের আমিষের চাহিদা পূরন করে. | বাঙালির প্রিয় খাদ্য হলো  মাছ.  এজন্য বলা হয় মাছে ভাতে বাঙালি | এদেশের জেলে সম্রদায় মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে |


শীত কালে এদেশে অতিথি পাখির আবির্ভাব ঘটে আকাশে পাখির ঊড়া দেখতে খবি ভালো লাগে | মনে হয় যেন সোনালির বুকে হাজার হাজার পরী উড়ে যাচ্ছে  |


গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা  নদীতে সাতাঁর কাটে| বিভিন্ন খেলা ধুলা করে | 

বিলের মধ্যে ফুটে থাকা পদ্ম ফুল গুলো মনে করিয়ে দেয় স্বর্গের ঐশর্যকে.  | বাংলাদেশের জাতীয় ফুল শাপলা | 


শীতের সময় নদীর ধারে কিংবা যেকোন জায়গায় সরিষা ফুল দেখলে মনে হবে চারিদিকে স্বর্ন ফলে আছে| এটা উপভোগের একটা দারুন দৃশ্য |
সরিষা ফুলের গন্ধ চারিদিকে বাতাশে ছড়ীয়ে যায় চার পাশে |



জেলেরা জাল ফেলে নদীতে মাছ ধরছে |

সূর্য অস্ত যাওয়ার দৃশ্য |


পাট বাংলাদেশের অর্থকরি ফসল | এটা থেকে বিভিন্ন জিনিস তৈরি হয় | আর পাটখড়ি দিয়ে গ্রাম বাংলার রমনিরা রান্নার কাজ করে |


সুন্দর বন বাংলাদেশের বনভুমি | এখানে রয়েছে বিভিন্ন প্রানির বাস . হরিনের স্থির চিত্র |

ধানের মৌসুমে ধান শুকানোর একটা দৃশ্য |

ঈটের ভাটায় কাজ করে জীবিকা নির্বাহ করে লাখো মানুষ. 

 

বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল .

 বর্ষায় বৃষ্টিতে ভেজার দৃশ্য |

গ্রাম বাংলার চিত্র 

একজন জেলের ছবি 
শিমুল ফুল বসন্তের প্রতীক আকাশকে রাঙিয়ে তুলে লাল রঙে |


ধানের খেত 
পাহাড়ে বসতি 

কেমন লাগল সবার জানাতে ভুলবেন না | ভুল হলে ক্ষমার দৃষ্টীতে দেখবেন | 






1 টি মন্তব্য: