How to download and install windows 10-
আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা । কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন । আজ আমি আপনাদের একটি পূর্নাঙ্গ টিঊটোরিয়াল নিয়ে হাজির হয়েছি । তাহলো কিভাবে আপনারা ইউন্ডোজ 10 ডাউনলোড করবেন , পেন্ড্রাইভে বুট করবেন , ইউন্ডোজ ইন্সটল করবেন এবং সবশেষে উইন্ডোজ একটিভ করবেন ।
আমি টোটাল ৪ পর্বে টিউটোরিয়াল টি শেষ করব ।
তো কথা না বড়িয়ে চলুন শুরু করি -
পর্ব ১ : উইন্ডোজ Download -
প্রথমে ইউন্ডোজ ফাইল ডাউনলোড করতে হবে । আমি আই এস ও ফাইল ডাউনলোড করব ।
নিচের লিংক থেকে প্রথমে Windows ডাউনলোড টুল টি ডাউনলোড করে নিন
ডাউনলোড হয়ে গেলে ওপেন করে নিন । Accept এ ক্লিক করুন ।
Create Installation Media অর্থাৎ ২ নাম্বার অপশনটি সিলেক্ট করে Next এ ক্লিক করি ।
এখন আপনার পিসির কনফিগারেশন বুঝে ISO ফাইল ডাউনলোড দিতে হবে । আপনার পিসির কনফিগারেশন যদি ভালো হয় তাহলে ৬৪ বিট (মিনিমাম ৪ জিবি র্যাম) আর যদি লো হয় তাহলে ৩২ বিট ( মিনিমাম ২ জিবি র্যাম) সিলেক্ট করুন । তো আমার পিসির কনফিগারেশন অনু্যায়ী ডিফল্ট টাই সিলেক্ট করা আছে । এখন Next এ ক্লিক করেন ।
যেহেতু আমরা ISO ফাইল টি ডাউনলোড করব তাই ২ নাম্বার অপশনটিতে ক্লিক করুন তারপর next এ
এখন আপনারা যে ফোল্ডারে এটি সেইভ করবেন সে ফোল্ডারটি সিলেক্ট করে সেইভে ক্লিক করুন
এখন ডাউনলোড হওয়া শুরু হবে । এটা খুবই বড় ফাইল প্রায় ৪ জিবির মত । তাই ভালো টাইম লাগবে । এতা আপনার নেটের গতির উপর নির্ভর করবে । আমার প্রায় ৩০ মিনিটের মত লেগেছিল।
ডাউনলোড হয়ে গেলে এটাকে একট্রাক্ট করতে হবে । এজন্য আপনাকে Winrar নামক একটা এপ ডাউনলোড করতে হবে আমি নিচে লিংক দিয়ে দিচ্ছি । আর আপনার পিছিতে যদি ইন্সটল করা থাকে তাহলে আর লাগবে না ।
এখন এটাকে এক্সট্রাক্ট করুন । এজন্য ফাইলের উপর মাউসের পয়েন্টারটি রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করে Extract Files এই অপশন্টিতে ক্লিক করুন ।
এখন পছন্দমত ফোল্ডার সিলেক্ট করে এক্সট্রাক্ট করুন । ভাল হবে ফাকা ফোল্ডারে এক্সট্রাক্ট করলে । অকেতে ক্লিক করুন
এখন Extract হওয়া শুরু করবে ।
এক্সট্রাক্ট শেষ হলে এরুকম ফাইল্গুলো দেখতে পাবেন ।
বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন । কিভাবে পেন্ড্রাইভ বুটেবল করবেন এবং উইন্ডোজ ইন্সটল করবেন জানার জন্য পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন