How to download and install windows 10-
আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা । কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন । আজ আমি আপনাদের একটি পূর্নাঙ্গ টিঊটোরিয়াল নিয়ে হাজির হয়েছি । তাহলো কিভাবে আপনারা ইউন্ডোজ 10 ডাউনলোড করবেন , পেন্ড্রাইভে বুট করবেন , ইউন্ডোজ ইন্সটল করবেন এবং সবশেষে উইন্ডোজ একটিভ করবেন ।
৪ টি ধারাবাহিক পর্বের ৩য় পর্ব ঃ
গত পর্বে দেখিয়েছি কিভাবে উইন্ডোজ ১০ এর আই এস ও ডাউন লোড করবেন এবং পেন্ড্রাইভে বুট করার জন্য এক্সট্রাক্ট করবেন এবং বুটেবল করবেন ।
আগের পর্ব না দেখলে নিচের লিংক থেকে দেখে নিন
Part 1
part 2
তো কথা না বড়িয়ে চলুন শুরু করি -
পর্ব ৩ : Windows Setup
আপনার পিসির C drive এর প্রয়োজনীয় ফাইল গুলো ব্যাকাপ করে রাখুন ।
পিসিটি রিসস্টার্ট দিন ।
পিসির স্ক্রিন অফ হওয়ার সাথে সাথে Bios menu key চাপতে হবে । এখন একেক মাদারবোর্ডের কী একেক রকম । সাধারনত F11/F12/F9 / Del ইত্যাদি কী হয়ে থাকে। আপনার মাদারবোর্ডের নাম লিখে নেট এ সার্চ দিয়ে কী খুজে বের করুন । আমার মাদারবোর্ডের কী হলো Del । তাই আমি Del প্রেস করতে থাকি । আপনার প্রেস করতে থাকবেন যতক্ষন পর্যন্ত Bios Menu না আসে ।
তারপর Advanced Bios Features এটাতে যান ।
এজন্য আপ ডাউন বাটন ইউজ করুন । আর এন্টার প্রেস করুন
এবার Hard disk Drive এটাতে যান ।
এবার খেয়াল করুন 1st Drive এ থাকবে Pendrive সেকেন্ড ড্রাইভে থাকবে হার্ডডিস্ক । তো আমার হার্ডডিস্ক ২ টা তাই ৩ টি ড্রাইভ শো করছে ।
এখন নিচের মত করে হয়ে গেলে কিবোর্ড থেকে F10 প্রেস করে সেইভ করে নেই
F10 চেপে এন্টার প্রেস করুন । তাহলে পিসি রিস্টার্ট নিবে আর তখন যে কোন বাটন প্রেস করুন ।
এখন কিছুক্ষন অপেক্ষা করুন তারপর নিচের মত আসলে next এ ক্লিক করুন
Install Now এ ক্লিক করুন ।
I don't have product key তে ক্লিক করুন ।
এখন windows 10 pro সিলেক্ট করে next এ ক্লিক করুন ।
I accept the license terms এ টীক চিহ্ন দিয়ে Next এ ক্লিক করুন ।
custom টা সিলেক্ট করুন
c Drive সিলেক্ট করে format এ ক্লিক করুন তারপর এন্টার প্রেস করুন
ফরমেট হয়ে গেলে নেক্সটে ক্লিক করুন
এবার ইন্সটল হওয়া শুরু করবে । অপেক্ষা করুন ৫- ১০ মিনিট
এরকম আসলে রিবোট নিবে । তখন আপনাকে ডিস্ক চেঞ্জ করতে হবে । আগের মত করে Bios menu তে যেতে হবে ।
Bios এ গিয়ে ১ম ড্রাইভে হার্ডিস্ক আর ২য় ড্রাইভে পেন্ড্রাইভ রাখবেন তারপর F10 প্রেস করে সেভ করবেন ।
এবার ইউন্ডোজ ইন্সটল হতে থাকবে । অপেক্ষা করুন
Yes এ ক্লিক করুন।
Us সিলেক্ট করে Yes
I don't have internet এ ক্লিক করুন
continue with limited setup
Pc এর একটা নাম লিখে next এ ক্লিক করুন
next .
Yes
Accept
complete setup . এখন accept এ ক্লিক করুন
তো উইন্ডোজ ইন্টলের কাজ শেষ । এবার এটা এক্টিভ করার পালা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন