কয়েকটি ভিন্ন ধরনের ওয়েবসাইট যা আপনি আগে কখনো দেখেন নি-
আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা । কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন । আমি আজ দেখাব কয়েকটি ভিন্ন ধরনের ওয়াবসাইট যা আপনি আগে কখনো দেখেন নি ।
ওয়েবসাইটগুলো শুধুই আনন্দ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে । তো চলুন শুরু করি -
১। Cleverbot
আমি এখন যে ওয়েবসাইটের কথা বলব সেটা সত্যি ভীন্ন ধরনের একটা সাইট । মনে করেন আপনি খুবই একাকীত্ব অনুভব করছেন । মনের ভাব প্রকাশ করার জন্য কাউকে পাচ্ছেন না। আপনার জন্যই তৈরি করা হয়েছে এই ওয়েবসাইটটি । এটাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বোট ব্যবহার করা হয়েছে । আপনি কোন কথা বললে সেটার সুন্দর উত্তর পাবেন আর খুবই হাস্যরসাত্বক ভাবে উত্তর দেয় । তো আমি বেশি কিছু বলব না আপনারাই দেখে নিন ওয়েব সাইট টি
২। Chromeexperiments
সৌরজগত সম্পর্কে আমরা বইয়ে পড়েছি । কিন্তু কত টুকু জানি । মহাকাশ নিয়ে কৌতুহল কম বেশি সবার আছে । এ নাম টি শুনলেই মনের ভেতর যেন কেমন করে । আমি এখন যে ওয়েবসাইটির সম্পর্কে বলব সেটি মূলত সৌরজগতকে নিয়ে । এখানে আপনার জুম করে করে সব দেখতে পারবেন । সৌরজগতের কেন্দ্র তথা সব চেয়ে বড় হলো সূর্য। তারপর গ্রহ উপগ্রহ গ্যালাক্সি ছায়াপথ উল্কা ইত্যাদি নিয়েই এই ওয়েব সাইট । এটাতে মাউসে স্ক্রল করে করে জুম ইন জুম আউট করে জানতে পারবেন সব কিছু । খুবই মনোযোগ সহকারে দেখলে মনে হবে আপনি সৌরজগতেই ঢুকে আছেন । ভার্চুয়াল রিয়েলিটির মত। তো আমি আর কথা বাড়াব না । বাকিটা আপনারাই দেখে নিবেন ।
https://stars.chromeexperiments.com/
৩।Thefacesofacebook
ফেসবুকের নাম শুনে নাই এমন মানুষ পাওয়া খুবই কঠিন হয়ে পড়বে বর্তমান সময়ে । কম বেশি সবারই অন্তত একটা ফেসবুক একাউন্ট আছে । কেমন হবে যদি আপনি সারাবিশ্বের সকলের ফেসবুকের প্রফাইল দেখতে পারেন । এটা খুবই রহস্য মনে হচ্ছে না ! আরো রহস্য হবে যদি বলা হয় মিলিয়ন মিলিয়ন মানুষের ছবি থেকে আপনার প্রফাইল পিকচারটি বের করেন । পারবেন ? নিশ্চয় না । আর চেষ্টা করে দেখলে সমস্যা কোথায় । এখন যে ওয়েবসাইটের কথা বলব সেটাতে আপনারা সারাবিশ্বের সবার প্রফাইল পিক দেখতে পারবেন । মাউসের সাহায্যে স্ক্রল করে ছবি দেখতে পারবেন পাশাপাশি তাদের প্রফাইলেও প্রবেশ করতে পারবেন । তাহলে দেরি না করে এখনি দেখে নিন আর হ্যা আপনার পিকটিও খুজবেন কিন্তু !
http://app.thefacesoffacebook.com/
৪। Eelslap
আপনার গালে যদি কেউ চড় মাড়ে কেমন হবে । আমি কিন্তু সত্যি সত্যি মারার কথা বলছি না। আমি এখন যে ওয়েবসাইটের কথা বলব সেটা অদ্ভুদ টাইপের একটা ওয়েবসাইট । এটার নির্মাতা কেন এটা তৈরি করেছে কি তার উদ্দেশ্য সেটা সেই ভালো জানে । আমি কাহিনি না বলে শুধু বক বক করেই যাচ্ছি । এ ওয়েব সাইটে গেলে আপনারা একটা লোকের ছবি দেখতে পারবেন । আর মাউসে পয়েন্টার ডান থেকে বামে নিলেই একটা মাছ লোকটাকে চড় মারবে । তো দেখে নিন । না জানি কত মানুষের হাতে মাড় খাবে লোকটা ।
http://eelslap.com/
৫।Pixelthoughts
অনেক সময় আমরা বিসন্নতায় ভোগি । কেউ টেনশনে কেউ বা ক্লান্তিতে । তাদের জন্যই এই ওয়েবসাইট । এই ওয়েব সাইটে প্রবেশ করলে আপনারা একটা বক্স দেখতে পারবেন সেখানে প্রশ্ন করা হয়েছে "কী আপনাকে বিরক্ত করে" । তো আপনি একটা শব্দ লিখলে সেটা খুবই সুন্দর ভাবে উপস্থাপন হবে । আর আপনাকে এমন ভাবে মনোযোগ আকর্শন করবে যে আপনার সকল চিন্তা দূর হলেও হতে পারে । এটাতে সুন্দর মিউজিকও শুনা যায় । তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক ওয়েবসাইটটি
https://www.pixelthoughts.co/
৬। Asoftmurmur
ক্লান্ত হলে আমরা কি করি । রেস্ট নেই নিশ্চয় । আর ক্লান্তিকালে যদি সুন্দর রিলাক্সেবল মিউজিক শুনা যায় তাহলে ত ঘুম এমনিতেই চলে আসবে । আমি এখন যে ওয়েব সাইটের কথা বলব সেটার প্লে বাটনে ক্লিক করলে রিলাক্সেবল সাউন্ড হবে । তো দেখে নিন আর কাস্টমাইজ করে শব্দের ধরন পালটে নিন । আমার মনে হয় এই সাউন্ড রাতের বেলায় হেডফোন কানে দিয়ে শুয়ে পড়লে ঘুম আসবে ১০০%
https://asoftmurmur.com/
৭ । weavesilk
আমরা হয়ত মিউজিক প্লেয়ারে ভিজুয়ালাইজার দেখেছি অনেকে হয়ত না দেখলে চিনতে পারবে না । তো কেমন হবে আপনি নিজেই সেই ভিজুয়ালাইজারের গ্রাফিক্স নিজে আর্ট করেন । হ্যা এখন যে ওয়েব সাইটের সাথে পরিচয় করাব সেটাতে মাউসের সাহায্যে ড্রাগ করে আর্ট করতে পারবেন । ত চলুন আর্ট করে ফেলি
http://weavesilk.com/
For more Watch Video:
বন্ধুরা কেমন লাগল ওয়েব সাইট গুলো । নিহাতই মন্দ না। এগুলো টাইম পাসের জন্য গেমসের চেয়েও খারাপ না । তো ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন