আইফেল টাওয়ার থেকে লাফ দিয়েছিলেন যিনি -
আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা । কেমন আছেন সবাই ? আশা করি ভালোই আছেন ।
ঘুমের ভেতরে স্বপ্নে লাফ দেওয়ার পর বিছানা থেকে চমকে উঠে পরার অভিজ্ঞতা হয়ত
অনেকেরই রয়েছে । কিন্তু আজ আমি স্বপ্নে নয় বাস্তবে লাফ দেওয়া সম্পর্কে বলব ।
ঘাবরাবেন না আপনাদেরকে লাফ দিতে বলব না । এখন যে লোকটির কথা বলব তিনি বাস্তবেই লাফ দিয়ে ছিলেন আইফেল টাওয়ার থেকে । কেন দিয়েছিলেন এবং তার পর কি হয়েছিল জানতে হলে সম্পূর্ণ Post পড়ুন মনোযোগ সহকারে ।
ফ্রান্সের কথা উঠলেই যে বিষটি আসে সেটি হলো প্যারিসের আইফেল টাওয়ারের । ১৮৮৯ সালে ফ্রান্সে সবচেয়ে উচু টাওয়ার আইফেল এর নির্মাণ কাজ সম্পন্ন হয় । এর পেছনে অনেক ইতিহাস রয়েছে সেগুলোতে না যাই এখন । এখন যে ব্যাক্তির কথা বলব তার নাম হলোঃ
![]() |
Franz Reichelt |
ফ্রান্স রিচেল্ট :
জন্মঃ 1st October 1878
মৃত্যু : 4th February 1912
তিনি অস্ট্রেলিয়ান বংশোদ্ভুত ছিলেন ।
তিনি প্যারাস্যুট নির্মাণ নিয়ে কাজ করতেন । এজন্য তাকে ফ্লাইং টেইলর নামেও ডাকা হত । তিনি বিমানচালকদের জন্য প্যারাসুট নির্মান নিয়ে ভাবতেন । তার এই ভাবনা থাকেই তিনি মনস্থির করেন বিশেষ ধরনের প্যারাস্যুট নির্মান করবেন ।
যখন কোন দূর্ঘটনার কবলে পড়বে বিমান তখন তার তৈরি এই বিশেষ ধরনের স্যুট পড়ে বিমান থেকে লাফ দিয়ে আত্মরক্ষা করবেন পাইলট ।
এই ভাবনা থেকেই তিনি একটা বিশেষ স্যুট তৈরি করে ফেললেন । তিনি প্রথম দিকের ডিজাইন করা স্যুট পড়ে পাচ তলা থেকে লাফ দিয়ে সফলতা পান । এজন্য তিনি নিজের আবিস্কার নিয়ে অনেক সন্তুষ্ট এবং গর্ভবোধ করতেন ।
আর মনস্থির করেন তিনি আইফেল টাওয়ারে তার এ আবিস্কার সবার মাঝে তুলে ধরবেন । তিনি স্থির করেন আইফেল টাওয়ারে উঠে তার তৈরি এ স্যুটের পরিক্ষা করবেন এবং সবার মাঝে তার আবিস্কারের সফলতা উন্মোচন করবেন ।
এ লক্ষ নিয়ে তিনি বারবার পরিক্ষা করার অনুমতি চেয়ে প্যারিসের প্রিফেকচার অফ পুলিশের কাছে আবেদন করেছিলেন । অবশেষে তিনি অনুমতি পেয়ে যান ১৯১২ সালে ।
রিচেল্ট ৪ ফেব্রুয়ারি ১৯১২ সালে আইফেল টাওয়ারে পৌছে ঘোষনা করলেন তার তৈরি এ স্যুট পড়ে তিনি নিজেই পরিক্ষা চালাবেন । যেই কথা সেই কাজ , উঠে গেলেন টাওয়ারের ১ম প্লাটফর্মে । নিচ থেকে তাকে অনেক নিষেধ করা সত্বেও
তিনি কারও কথা শুনলেন না ।আবিস্কার আবিস্কার বলে লাফ দিলেন নিচের দিকে । কিন্তু তিনি প্যারাস্যুট মোতায়েনে ব্যার্থ হন এবং ১৮৭ ফুট উচু থেকে পড়ে মারা যান । পরের দিন গনমাধ্যমগুলো নিউজের শীরোনাম দিয়েছিল আইফেল টাওইয়ার থেকে লাফ দিয়ে
"বেপোরোয়া উদ্ভাবকের" মৃত্যু এবং তারা সেই লাফ দেওয়ার ভিডিও ক্লিপও প্রকাশ করেছিল ।
ভিডিওটি দেখতে ক্লিক করুন ঃ https://youtu.be/dgGq-SofJLU
কেমন লাগল ঘটনাটি কমেন্টে জানাতে ভুলবেন না । তো আজ এ পর্যন্তই । দেখা হবে নতুন কিছু নিয়ে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন