How to make animation by MS office powerpoint-
আসসালামু ওয়ালাইকুম। কেমন আছেন সবাই আশাকরি ভালোই আছেন । আজ আমি আপনাদের শেখাব মাইক্রোসফট অফিস পাওয়ারপয়েন্ট দিয়ে কিভাবে এনিমেশন ভিডিও তৈরি করতে হয় । তো চলুন শুরু করিপ্রথমে পাওয়ারপয়েন্ট ওপেন করুন
তারপর Blank Pressentation অপশনটি সিলেক্ট করুন
এবার টেক্সট বক্স দুটি ডিলেট করে দেই । ইমেজে দেখানো জায়গায় ক্লিক করে ডিলেট বাটনে প্রেস করি ।
Insert মেনু থেকে Shape option থেকে freedom শেপে ক্লিক করি
এখন এই শেপের সাহায্যে একটা সিড়ি তৈরি করব তার জন্য নিচে দেখানো জায়গায় Shift বোতাম চেপে ধরে মাউসের লেফট বাটনে প্রেস করে করে সিড়ি তৈরি করি ।
হয়ে গেল সিড়ি তৈরির কাজ
এবার ব্যাকগ্রাউন্ড সেট করব। এর জন্য ব্যকগ্রাউন্ডের যেকোন জায়গায় মাউসের রাইট বাটন প্রেস করে format background এ ক্লিক করি ।
তাহলে এরকম অপশন আসবে এবার patern fill option এ ক্লিক করি এবং স্ক্রিনে দেখানো patern টা বেছে নেই ।
ইটের কালার লাল আর ইটের বর্ডার কাল সিলেক্ট করি
ইমেজে দেখানো কাজ গুলো করি
এবার সিড়িতে মাউস এ ক্লিক করি আর format অপশন থেকে Shape fill>Texture> আর ইমেজে দেখানো টেক্সার টা সিলেক্ট করি ।
আবার shape outline No outline সিলেক্ট করি ।
Shape Effect > Bevel এবং ইমেজের বেভেল্টি নেই ।
তারপর বেভেল অপশন টা নিচের মত করে ইডিট করে নেই । width=111 height =55
আবার একটা শেপ নিব frame shape । এটাকে সিড়ির মত করে ইডিট করে নেই । শুধু width = 20 height = 11
এখন ইন্সার্ট থেকে একটা ইমেজ নিতে হবে। আমি nature ইমেজ নিব ।
এবার ইমেজটাকে ড্রাগ করে করে ছোট করে ফ্রেমের ভেতর বসাই
এখন ফুটবলের একটা ইমেজ ইন্সার্ট করি এর জন্য ইমেজে দেখানো জায়গাতে ক্লিক করি
ফুটবলের ছবিটা ইন্সার্ট করি
নিচের মত করে ফুটবল টী রাখি । একবারে টপ সাইডে ।
এখন animation option এ ক্লিক করে ইমেজে দেখানো custom path টিতে ক্লিক করুন ।
এরপর মাউসের লেফট বাটন চাপদিয়ে ধরে ফুটবলের নিচের দিক থেকে সিড়ি গুলোর উপর বাউন্স আকৃতি তৈরি করুন । হয়ে গেলে এন্টার প্রেস করুন ।
দেখে নিন ইমেজ টি
এবার preview এ ক্লিক করে দেখে নিন ঠিক আছে কিনা । তারপর
এখন duration এ ক্লিক করে ৪.৭৫ দিয়ে দিনএবার এটাকে file > save as> mpeg-4 অর্থাৎ ভিডিও ফর্মেটে সেইভ করি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন