বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

৩০০ টাকায় ব্রডব্যন্ড ইন্টারনেট ৫-১০ mbps

মাত্র ৩০০ টাকায় ব্রাডব্যান্ড ইন্টারনেট ৫-১০ MBps -

আশ্চর্য হওয়ার কিছু নেই  ।  এটা একদম সত্যি কথা  ।  এ  ঘোষনা টি দিয়েছে  স্মাইল ব্রাডব্যান্ড  কোম্পানি  ।  তারা  সাশ্রয়ী  মূল্যে  সারাদেশে ইন্টারনেট  সেবা  দেওয়ার জন্য এবং দেশের প্রতিটি জায়গায়  যেন ইন্টারনেট সেবা পৌছে সে জন্য এ ঘোষনা দিয়েছে।  

স্মাইল তাদের কয়েকটি 
hack wifi,how to hack wifi,how to hack wifi password,wifi hack,hack wifi password,wifi hacking,wifi hack 2019,wifi,wifi password,how to wifi hack,wifi password hack,free wifi,hack any wifi,how to hack any wifi,hack wifi password android,wifi hack password,hack,hack wi-fi termux wifi hacker,connect wifi without password,how to find wifi password,how to connect wifi without password;


প্যাকেজের  পাশাপাশি  নতুন একটি প্যাকেজ উন্মোচন করেছে প্যাকেজের নাম ব্রোঞ্জ প্যাকেজ এ প্যাকেজের আওতায় দুটি ব্যবস্থা থাকবে একটা ব্রোঞ্জ ফ্লেক্সিবল  আরেকটা ব্রোঞ্জ ইজি  ।  ব্রোঞ্জ ফ্লেক্সিবল  ১০ জন একত্রে ব্যবহার  করতে  পারবে আর ব্রোঞ্জ ইজি ২ জন একত্রে  ব্যবহার  করতে  পারবে ।  তার  এমন সংযোগ দেওয়ার ঘোষনা দিয়েছে যে ১০  জন একত্রে ব্যবহার করলেও  ইন্টারনেটের স্পিড বা গতি ভাগ হবে না । প্রত্যেকে সমান এবং  একই গতি উপভোগ করতে পারবে ।  এক্ষেত্রে সবাই আনলিমিটেড ডাউনলোড  এবং ব্রাউজিং  করতে  পারবে ।  ব্রোঞ্জ ফ্লেক্সিবল  ১০  জন মিলে ব্যাব্বহার করতে পারবে আনলিমিটেড  এবং স্পিড  থাকবে  ৫-  ১০  এমবি পিএস আর এই প্যাকেজের মূল্য  নির্ধারণ করা হয়েছে ৪০০  টাকা ।  আর ব্রোঞ্জ ইজি  প্যাকেজ ২  জন একত্রে ব্যবহার করতে পারবে  । এক্ষেত্রেও একই ব্যবহার বিধি ।  স্পিড ৫ -১০ এম বি পি এস ।   দিনে  ২৪  ঘন্টা  আনলিমিটেড ।  এই প্যাকেজের মূল্য  নির্ধারণ করা  হয়েছে  ৫০০  টাকা  ।   বিডি স্মাইল এর ব্যবস্থাপকের কথা হচ্ছে দেশে  সাশ্রয়ী মূল্যে  ইন্টারনেট সেবা প্রদান করা  আর তাই তারা  এই উদ্যেগ নিয়েছেন ।  তাদের শুধু এই দুই প্যাকেজ ব্যবস্থা চালু  নেই  আরও  কয়েকটি প্যাকেজ রয়েছে । ব্রোঞ্জ  প্যাকেজ চালূর ঘোষনা দিয়েছে এবং শীঘ্রই সারা দেশে  চালু  হবে । বর্তমানে ১৪ জেলা শহরে  তাদের এই সেবা বরাদ্দ রয়েছে ।  তাদের আরও কয়েকটি প্যাকেজ হলো  
১। Silver pakage এই প্যাকেজের স্পিড ১৫  এমবিপিএস এবং মূল্য ৯৪৫  টাকা । 
২। Silver Supreme এই প্যাকেজের স্পিড ২০ এমবিপিএস এবং মূল্য  ১২৬০  টাকা ।
 ৩। Gold এই প্যাকেজের স্পিড ২৫  এমবিপিএস এবং মূল্য ১৬৮০ টাকা ।
৪।Platinum  এই প্যাকেজের স্পিড ৩০ এমবিপিএস এবং মূল্য ১৮৯০ টাকা ।
সব  গুলো  প্যাকেজে আপনারা  আনলিমিটেড ইন্টারনেট সেবা  পেয়ে থাকবেন এবং ২৪  ঘন্টা  ব্যবহার করতে পারবেন । আরও বিস্তারিত  জানতে ভিসিট করুন  তাদের ওয়েবসাইটে http://smile.com.bd/

তো কেমন লাগল  আজকের নিউজটি । আশা করি সবার ভালো লাগবে  । সবাই নিশ্চই  ব্রডব্যান্ড লাইন নেওয়ার জন্য বেকুল  এবং অধির আগ্রহী হয়ে উঠেছেন । তো দেরি না করে ওয়েব সাইটে ভিসিট করে রেজিস্ট্রেশন করে ফেলুন ।  সেখানে তাদের কন্টাক্ট নাম্বার দেওয়া  আছে যোগাযোগ করে নিতে পারবেন ।  তো আজ এ পর্যন্তই  । 
ভালো থাকুন সুস্থ থাকুন ।  আল্লাহ হাফেজ ।  

Wifi Internet 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন