গ্রামিন ফোনে ৪৯ টাকায় ৫ জিবি bioscope pack-
আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা । কেমন আছেন সবাই ? আশা করি ভালই আছেন । আজ আমি আপনাদের গ্রামিন ফোনের চমৎকার একটি অফার নিয়ে হাজির হয়েছি । সেটা হলো ৪৯ টাকায় ৫ জিবি বাইস্কোপ প্যাক । এটার মাধ্যমে আপনারা লাইভ টিভি নাটক সিনেমা আরো অনেক কিছু উপভোগ করতে পারবেন । এখানে নতুন নতুন বাংলা মুভি নাটক আপলোড করা হয় যেগুলো উপভোগ করতে পারবেন । তো এরজন্য আপনাকে bioscope এপ অথবা ব্রাউজারে যেতে হবে । তো আমি আপনাদের দেখাবো কিভাবে ৪৯ টাকায় ৫ জিবি প্যাকটি কিনবেন এবং কিভাবে এটা ব্যবহার করবেন ।
![]() |
Grameenphone offer |
প্যাকটি নেওয়ার জন্য আপনার মোবাইলে ৪৯ টাকা থাকতে হবে তারপর আপনারা নিচের দেওয়া কোড টী ডায়াল করে অফারটি নিতে পারবেন ।
*121*33349#
প্যাকটা আপনারা মাইজিপি এপ থেকেও কিনতে পারবেন ।
তো প্রথমে আপনারা ব্রাউজারে যান তারপর এড্রেসবারে টাইপ করুন https://www.bioscopelive.com/en/ । তারপর নিচের মত একটা ইন্টারফেস চলে আসবে ।
এখন আপনার গ্রামিন ফোন নাম্বার দিয়ে লগিন করতে হবে । আর যারা আগে রেজিস্ট্রেশন করেন নাই । তারা সাইন আপ বাটনে ক্লিক করেন ।
এখন আপনার মোবাইল নাম্বার দিন । অবশ্যই গ্রামিন্ নাম্বার দিতে হবে । তারপর এন্টার চাপুন । এখন একটা ভেরিফিকেশন কোড এস এম এস এ চলে আসবে । কোড টি বসান । আর লগিন করুন । তো account তৈরি হলো এবার আসি কিভাবে চালাবেন ।
নিচের স্ক্রিনশটে লক্ষ্য করেন । অনেক গুলো চ্যানেল রয়েছে । যেগুলো ইন্ডীয়ান এবং বাংলাদেশি । এগুলো কত গুলো ফ্রি আর কত গুলো প্রিমিয়াম চ্যানেল । প্রিমিয়াম চ্যানেল দেখার জন্য অবশ্যই এই প্যাক টা কিনা থাকতে হবে । তাহলেই দেখতে পারবেন। এখাণে আপনারা নতুন নতুন মুভি নাটক ও দেখতে পারবেন । তো কথা না বাড়ইয়ে ঝট পট অফার টা নিইয়ে নিন আর উপভোগ করুন লাইভ টীভি টানা একমাস ।
তো আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোন অফার নিয়ে । সে পর্যন্ত ভালো থাকুন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন